কুলাউড়ায় একমাসের ভাড়া মওকুফ করতে মার্কেট মালিকদের প্রতি আহবান

মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃমানবিক কারনে চলতি মাসের ভাড়া মওকুফ করতে মার্কেট মালিকদের প্রতি আহবান জানিয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। 

চলতি এপ্রিল মাসের শুরু থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক মাসব্যাপী লক ডাউন চলছে। এমতাবস্থায় সারা বাংলাদেশের ন্যায় কুলাউড়া বাজারের ব্যবসায়ীরাও অর্থনৈতিক ভাবে চরম সংকটে রয়েছেন। দোকান পাঠ বন্ধ থাকলেও পরিবারের বাজার খরছ, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল ও দোকানের মাসিক ভাড়া পরিশোধের জন্য হিমসিম খেতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। তাই মানবিক দিক বিবেচনায় চলতি মাসের দোকান ভাড়া মওকুফ করার জন্য সকল মার্কেট ও দোকান মালিকদের প্রতি আহবান জানিয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটি।
 
এছাড়া অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ কুলাউড়া বাজারের সাধারণ ব্যবসায়ীদেরকে বিশেষ প্রণোদনার আওতায় এনে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ