ময়মনসিংহে প্রান্তিক কৃষকদের পাশে ইসলামী আন্দোলন

সহযোগীতায় ইসলামী আন্দোলন 
আশরাফ আলী ফারুকীঃ করোনা প্রাদুর্ভাব যখন বিশ্ব বিপর্যস্থ বাংলাদেশ কঠিন সংকটময় সময় পার করছে ৷ এ সময় পেকেছে সোনালী ধান কিন্তু ধান কাটার পয়সা নেই দরিদ্র অসহায় কৃষকের । 

এমন সময় ইসলামী আন্দোলন ময়মনসিংহ দক্ষিন ওতার  অঙ্গসংগঠন  ইসলামী ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের নেতাকর্মীরা পাশে দাড়ায় অসহায় কৃষকদের ৷ গত ২১ (এপ্রিল) মঙ্গলবার ময়মনসিংহের চরকালী বাড়ি এক প্রান্তিক কৃষকে ৪০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে দিয়ে যায় দলের নেতাকর্মীগণ ৷ এমন আরো অনেক অসহায় কৃষকের ধান কেটেছে তারা ৷

এ বিষয়ে ইসলামী আন্দোলন  ময়মনসিংহ জেলা দক্ষিনের  সভাপতি মাওলানা মামুনুর রশিদ জানায়, আমরা খেদমতে খালক্ব (সৃষ্টির সেবা) আমরা করছি  ৷ আমাদের আমিরের নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে আমরা দাড়াতে চেষ্টা করি ৷ এছাড়াও অসহায় ,গরিব দিনমজুর মানুষের পাশে থাকা আমাদের সকলের নৈতিক দ্বায়িত্ব ৷

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ