বিটিসিএল-এর নতুন অ্যাপ ‘আলাপ’, কল করা যাবে মোবাইলেও

বিটিসিএল-এর নতুন অ্যাপ ‘আলাপ’
নিউজ ডেস্কঃ বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর নতুন উদ্বোধন করা ওটিটি (ওভার দ্য টপ) কলিং সেবা ‘আলাপ’ থেকে কল করা যাবে মোবাইল বা ল্যান্ডলাইনে। প্রতি মিনিটে ৩০ পয়সা কলরেটে কথা বলা যাবে।
এছাড়া, মোবাইল বা ল্যান্ডফোন থেকে ‘আলাপ’ ব্যবহারকারীকেও ফোন দেওয়া যাবে। ইন্টারনেট সংযোগ থাকলেই আলাপ থেকে আলাপ কথা বলা এবং চ্যাট করা যাবে বিনামূল্যে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল রবিবার (৪ এপ্রিল) অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ইতোমধ্যে গুগল প্লে-স্টোর থেকে এক লাখের বেশি বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলাপ ইন্সটল করলেই গ্রাহক তার নিজের বর্তমান মোবাইল নম্বরের সঙ্গে মিলিয়ে একটি নতুন আলাপ নম্বরের মালিক হবেন।
'আলাপ' অ্যাপটি সরাসরি ডাউনলোড করুন প্লে-স্টোর থেকে। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ