সাতক্ষীরা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকা এবং অনলাইনে "শ্যামনগরে শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও পুলিশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ " শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে ৷ যাহা আমার দৃষ্টি গোচর হয়েছে ৷ প্রকৃত পক্ষে সংবাদ সংশ্লিষ্ট ছেলেটি দীর্ঘদিন ধরে আমার মেয়ে কে উত্যাক্ত করে আসছে ৷ আমি পরিবারের পক্ষ থেকে অনেক বার নিষেধ করার পরও আমার মেয়েকে উত্যাক্ত করলে বুড়িগোয়ালীনি ইউনিয়নের ১,২,৩ সংরক্ষিত মহিলা মেম্বার খাদিজা খাতুনের প্রতিনিধি কুদ্দুস আলী গাজী, ছেলের দাদা আবু বক্কার সিদ্দিক, ছেলের ছোট চাচা মোকসেদ গাজী ও বিশিষ্ট সমাজ সেবক খান বাহাদুর সহ গন্যামান্য ব্যক্তি ছেলেকে ডেকে আমার মেয়েকে যাতে উত্যাক্ত না করে সে কারনে নিষেধ করে দেন।
কিন্ত আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়ায় আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের ভুল বুঝিয়ে এমন সংবাদ প্রকাশিত করিয়াছে ৷ আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
-জামাল হোসেন
ধানখালী মুন্সিগঞ্জ শ্যামনগর, সাতক্ষীরা ৷