![]() |
টাঙ্গাইলে ব্যবসায়ী নেতাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা |
ডা.এম.এ.মান্নান
টাংগাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বিভিন্ন মার্কেট দোকান মালিক সমিতি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো: আতাউল গনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: আবুল ফজল , টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
চলিত লকডাউনে দোকান খোলা রাখার বিষয়ে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত, তাই সরকারি সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। সবাইকে সরকারি সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান টাঙ্গাইল জেলা প্রশাসক।