![]() |
কপোত- কপোতী আটক |
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদরের খানপুর গ্রামে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কপোত কপোতিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। বুধবার সকালে সকালে আটকৃতরা হলেন, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়ীয়া গ্রামের হযরত আল (২৮)
ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের গৃহবধূ কাকলী বেগম (৩০)
গ্রামবাসীরা জানান, ওই যুবক সকলের অগোচরে প্রায়ই ওই বিধবা গৃহবধূর বাড়িতে আসতেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে ওই যুবক বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহবধূর গৃহে প্রবেশ করে, ভোরে এলাকাবাসী বিষয় টি আচ করতে পেরে আটক করে স্থানীয় চেয়ারম্যান, মেম্বর, গন্যমান্য ব্যক্তিবর্গকে জানায়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃত ওই যুবক ও গৃহবধূ অবৈধ কার্যকলাপ করেনি জানিয়ে বলেন, আমাদেরকে এলাকার কিছু লোক ফাঁসিয়ে দিয়েছে। আমরা কোন খারাপ কাজ করিনি।সাতক্ষীরা থানার এসআই লালচাঁদ বলেন, আটককৃত দু'জনকে বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।