তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ সরকার ঘোষিত লকডাউনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে খোলা রেখেছে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি গরুর হাট,পোশাক ও অন্যান্ন দোকান পাট।
লকডাউন অমান্য করে অবাধে চলছে বামুন্দি গরুর ও পোশাকের বাজার।সামাজিক দুরত্ব ও শাস্তবিধি না মেনে বাজারে ভিড় জমিয়েছে সাধারণ জনগণ।
সামাজিক দুরত্ব ও মাস্ক না পরেই বাজারে ভিড় জমিয়েছে সাধারণ জনগণ।কেও মাস্ক পকেটে রেখেছে ত কেও থুতনিতে রেখেছে।সাধারণ মানুষের কাছে মাস্ক পরে না আসার কারণ জানতে চাইলে দেখাচ্ছে নানান অযুহাত।
লকডাউন উপেক্ষা করে গরুর বাজার চালু রাখার বিষয়ে জানতে চাইলে বাজার কমিটি জানান।তারা পেটের দায়ে গরুর বাজার চালু করেছে। তারা আরও জানান লকডাউন এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।
সুধু গরুর বাজার ই না সাথে খুলতে দেখা গিয়েছে পোশাক ও অনান্ন দোকান গুলো। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি বাজার যেন অনিয়মের এক দৃশ্য। সেখানে নেই কোন পুলিশের মহড়া নেই কোন ভাম্মমান আদালত। তাই লকডাউনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে অবাধে ব্যাবসা করছেন বামুন্দির ব্যাবসায়রা।