মোঃ আরিফুল ইসলাম অনিক জয়পুরহাট (পাঁচবিবি) উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কৃস্নপুর গ্রামের আরতি রানী উড়াও নামে এক আদিবাসী নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী।
শনিবার রাতে খগেন উড়াও এর বাড়িতে শত্রুতার জের ধরে হামলা চালায় প্রতিবেশী। তারা খগেন উড়াও এর স্ত্রী আরতি রানী উড়াও কে বেধরক মারপিট করেন।আরতি রানীকে আশংকাজনক অবস্থায় রাতেই জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়।
চিকিৎসা ধীন অবস্থায় পরের দিন রবিবার রাতে আরতি মারা যায়।পাঁচবিবি সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান,লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।মামলার প্রস্তুতি চলছে,দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে খুব শীঘ্রই।