![]() |
মাছ মরার দৃশ্! |
চৌগাছা ( যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় খড়িঞ্চা বাওড়ের মাছে মড়ক দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। দিন যত যাচ্ছে ততই মাছ মরার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাছ মরে পানিতে ভেসে থাকায় পানির দিকে তাকালেই মনে হবে পানিতে সাদা শাপলা ফুল ফুটে আছে। নানা পদক্ষেপ গ্রহন করেও মড়ক ঠেকাতে না পেরে চরম অসহায় হয়ে পড়েছেন বাওড়ের মৎস্যজীবিরা।উপজেলার স্বরুপদাহ ইউনিয়নে অবস্থিত খড়িঞ্চা বাওড়, যা স্থানীয় দেবুলয়, স্বরুপদাহ, বহিলাপোতা, খড়িঞ্চা, মাধাবপুর, সাঞ্চাডাঙ্গা ও দিঘড়ী গ্রামের মাঝ দিয়ে প্রবাহমান। ২৮১ একর বিস্তৃর্ণ এই বাড়ড়ের পানিতে স্থানীয় জেলেরা যুগযুগ ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ২০২০ সাল হতে বাওড়ে মাছ চাষ করে শুধুই লোকসান গুনতে হচ্ছে মৎস্যজীবিদের।
গেল বছরে ঘূর্ণিঝড় আম্পানে দিন আনা দিন খাওয়া জেলেদের অপুরোনীয় ক্ষতি হয়ে যায়। সেই ক্ষতি পুশিয়ে উঠতে না উঠতেই এ বছর মাছে মড়ক দেখা দিয়েছে, যা মহামারী আকারে ধারন করেছে বলে অনেকে মনে করছেন।সরেজমিন বাওড়ের মাধবপুর এলাকাতে যেয়ে দেখা যায়, বাওড়ের যতদুর চোখ যায় ততদুর পানির উপর সাদা শাপলা ফুলের মত মাছ মরে ভেসে আছে। শতাধিক জেলে দিন রাত বাওড়ে কাজ করে যাচ্ছেন কিন্তু কোন কিছুই যেন কাজে আসছে না।