হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘ দেখে পালানোর সময় এক মৌয়াল আহত হয়েছে । আহত মৌয়ালের নাম মো. রেজাউল ইসলাম (২৫) সে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে ।বৃধবার (৭এপ্রিল) পশ্চীম সুন্দরবনের কাচিকাটা তালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রেজাউলের সঙ্গী খোকন জানায় , গত ১এপ্রিল রেজাউলসহ ১১জন কৈখালী ফরেস্ট স্টেশন থেকে মধুর পাশ নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায় । গতকাল বুধবার বেলা ১১ দিকে সুন্দরবনের তালপট্ট্রি এলাকায় মধু সংগ্রহ করা কালে হঠাৎ বাঘ দেখে রেজাউল আতঙ্কে দৌড়ে পালাতে যেয়ে আহত হয়। এ সময় তার অপর সঙ্গীরা রেজাউলকে বাঘের আক্রমন থেকে রক্ষা করতে চিৎকার করলে বাঘের আক্রমন থেকে রেজাউল রক্ষা পায়। তবে এসময় গুরুত্বর আহত হয় রেজাউল। তাকে চিকিৎসার জন্য লোকালয়ে আনা হয়েছে। বনবিভাগের
কৈখালী স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন , ঐ এলাকায় কয়েকদিন আগেও একজন বাঘের আক্রমণে নিহত হয়। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। পাশ দেয়ার সময় বনজীবীদের বাঘের বিষয়ে আগেই সতর্ক থাকতে বলা হয়েছে।