![]() |
ফাঁকা রাস্তা! |
তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ সরকার ঘােষিত তৃতীয় বারের লকডাউনের তৃতীয় দিন মানুষকে ঘরে রাখতে মেহেরপুরের গাংনীতে প্রশাসনের তৎপরতা বেড়েছে। বিশেষ করে গাংনী উপজেলা শহরের সড়কগুলাে ছিল ফাঁকা। মানুষ ও যানবাহন চলাচল নেই বললেই চলে। তবে জরুরী প্রয়ােজনে সীমিত সংখ্যক মানুষের চলাচল লক্ষ্য করা গেছে।
এদিকে লকডাউন চলাকালীন বিধি-নিষেধ যাতে মানুষে মেনে চলতে পারে সে লক্ষ্যে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা শহরে তৎপরতা দেখা গেছে। তবে লকডাউনের ফলে কর্মজীবি মানুষগুলাে কর্মস্থলে না যেতে পেরে কষ্টে দিন কাটাচ্ছে। গাংনী পৌর এলাকার বাসিন্দা মােকাদ্দস আলী জানান,গাংনী উপজেলা শহরে অটােভ্যান চালিয়ে সংসার চালায়।
এ লকডাউনের কারণে অটােভ্যান বন্ধ। তাই এখন আমার সংসার চালানো কষ্ট হয়ে পড়েছে। অন্যদিকে করােনা ভাইরাস থেকে মানুষ যেনাে নিরাপদে থাকতে পারে সে লক্ষে গাংনী শহরে পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।