![]() |
লকডাউনের ভিতর চিত্! |
মোঃ রাকিব উপজেলা, পোরশা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশার শিশা বাজারের স্বাস্থ্যবিধি না মেনে, মুখে মাাস্ক না দিয়ে জনতার ভীড়। সরকারী এক সপ্তাহের লকডাউন বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করতে বলা হয় । সেইখানে লকডাউন টা নাম মাত্র । মানা হচ্ছে না কোনো নিয়ম ,সব কিছু যেন আগের মতোই এক মেলা । আজকের এই চিত্রটা তা বলে দেয় এইখানে প্রশাসনের ভূমিকা কতটা জোরালো!