নওগাঁর পোরশায় শিশা বাজারে স্বাস্থ্যবিধি না মেনে সব কিছুই হচ্ছে!

লকডাউনের ভিতর চিত্!  
মোঃ রাকিব উপজেলা, পোরশা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশার শিশা বাজারের স্বাস্থ্যবিধি না মেনে, মুখে মাাস্ক না দিয়ে জনতার ভীড়। সরকারী এক সপ্তাহের লকডাউন বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করতে বলা হয় । সেইখানে লকডাউন  টা নাম মাত্র ।  মানা হচ্ছে না কোনো নিয়ম ,সব কিছু যেন আগের মতোই এক মেলা । আজকের  এই চিত্রটা তা বলে দেয় এইখানে প্রশাসনের ভূমিকা কতটা জোরালো!

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ