এম এস অনিক জয়পুরহাট (পাঁচবিবি) উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৩১ শে মার্চ বুধবার বিকেল বেলা পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের নেতৃত্বে পাঁচবিবি শহরের বিভিন্ন রাস্তার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
করোনা সংক্রমণ হার ও আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেতন নয় কেউ। মাস্ক ছাড়াই অফিস, বাজারে অবাধে চলাফেরা করছে সাধারণ জনগণ । হোটেল গুলোতে চলছে চা,চক্রের আড্ডা এমন পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পাঁচবিবি উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক না পড়ায় ১৩ জনের কাছ থেকে ১৭শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ সময় জনগণকে করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, সহ আরো অনেকে।