মোঃ আজিজুর রহমান বিশ্বাস, স্টাফ রিপোর্টার নড়াইল: বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার।সোমবার (৫ এপ্রিল) থেকে সরকার ঘোষিত এক সপ্তাহর লকডাউনের খবর ছড়িয়ে পড়লে নড়াইলের লোহাগড়া বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে বেশির ভাগ নিত্য পণ্য ।
সরকারি ভাবে তেলের মূল্য নির্ধারণ করা হলেও বাজারে তার কোন প্রভাব পড়ে নাই।আগের দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। চালের দাম কমে নাই। তেল ও চাল ছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। এক কথায়, লাগামহীন নিত্য পণ্যের দাম ।
লোহাগড়া ও লক্ষ্মীপাশা বাজার ঘুরে জানা গেছে , চড়া দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ নিত্য পণ্য । কোন নিয়ন্ত্রণ নেই পণ্য মূল্য নির্ধারণে । সরকারী ভাবে বাজারে মূল্য নির্ধারণে মনিটরিং করা হলে সেটা মানা হচ্ছে না।
নিত্য পণ্যের বাজারে কোন নিয়ন্ত্রন না থাকায় পাইকারি ও খুচরা দোকানীরা ইচ্ছা মতো নিত্য পণ্য বেচাকেনা করছে।সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল , চাল, চিনি,আটা । এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।
এতে করে সাধারণ মানুষের দূখ-কষ্ট দিনের পর দিন বাড়ছে বলে মনে করা হচ্ছে। এদিকে ৪ এপ্রিল রবিবার লোহাগড়া বাজারের নিত্যপণ্যের দাম মনিটরিং করতে যান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,রোসলিনা পারভিন, এবং সহকারী ভূমি কমিশনার রাখি ব্যানার্জি, এসময় নিবার্হী কর্মকর্তা রোসলিনা পারভিন লোহাগড়া বাজারে মাস্ক বিতরণ করেন।