।।আজহারুল ইসলাম সাদী।।সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ঔতিহ্যবাহী দরগাহপুর গ্রামের কৃতি সন্তান সকলের প্রিয় সদাহাস্যজ্বল মানবিক মানুষ জুলফিকার হায়দার হৃদরোগে আক্রান্ত হয়ে
খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে প্রথমিকভাবে চিকিৎসা নেয়ার পরবর্তীতে, তার হার্টের রিং পরানো জরুরি হয়ে পড়লে ঢাকা থেকে তার হার্টে সফলভাবে রিং পরানো হয়।
সেখান থেকে সফল অস্ত্র পাচার শেষে তিনি সাতক্ষীরা শহরে তার কন্যার বাসায় কয়েকদিন বিশ্রামে আছেন এ সংবাদ পাওয়ায় ছুটে যাই প্রিয় এই মানুষটা সান্নিধ্য পাওয়ার জন্য। ফেসবুক মাধ্যমে তার সাথে আমার কয়েক বছর পরিচয়, তার আলাপ ব্যবহারে যা জেনেছি তা হলো তিনি একজন মুক্ত মনের স্বাধীনচেতা মানুষ।
তিনি জীবনের অধিকাংশ সময় চাকরির সুবাদে জেলার বাহিরে অবস্থান করছেন।সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী দরগাপুর গ্রামে জন্ম নেয়া সদাহাস্যজ্বল এই মানুষটার সাথে পরিচয় হয় দরগাহপুর গ্রামের আরেক কাজ পাগল ধর্মভীরু কবি শেখ আক্তারুজ্জামান এর মাধ্যমে। প্রিয় মানুষ জুলফিকার হায়দার বর্তমানে দরগাহপুর নিজ বাসায় অবস্থান করছেন,আমি তার শরীরের উন্নতি কামনা করি।