ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধানঃ ঝিনাইদহে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ বলে জানাযায়।ঝিনাইদহ  ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মুনতাসিরুল ইসলাম এর দিকনির্দেশনা  একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে  শনিবার ৩-৪-২১ তাং সকালে ঝিনাইদহ থানাধীন ভেটেরিনারি কলেজের সামনে থেকে অাসামি মোঃ মহসিন (২০), পিতা-হারুন মাতুব্বর, সাং- বড়হামিদ্দী, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর কে ২০ (বিশ) কেজি গাঁজা ও ০১ (এক) টি পিকঅাপ সহ অাটক করে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ