আশাশুনির শােভনালী ইউপি সদস্য আজিজুর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার শােভনালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়াডের্র মেম্বর আজিজুর রহমান প্রতিপক্ষের আক্রমনে গুরুতর আহত হয়েছে। তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি ও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। সােমবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 

থানায় দায়েরকৃত এজাহার ও আহত মেম্বার জানান, শােভনালী গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের পুত্র আজিজুর রহমানকে কুড়িকাহুনিয়া গ্রামের মৃত ওমর সরদারের পুত্র আবুল হােসেনের মাছের ঘেরের জমি নিয়ে দ্বদ্ব ছিল। সােমবার সকাল ১০.৩০ টার দিকে আবুল সরদার ইউপি সদস্য আজিজুর রহমানকে ফােন করে ঘেরের সমস্যা সমাধানের কথা বলে নজু দফাদারের বাড়ীর সামনে ওয়াপদায় যেতে বলে। ঘটনাস্থলে উপস্থিত হলে পূর্ব শত্রুতার জের ধরে আবুল হােসেন, শােভনালী গ্রামের কামাল সরদার, শাহিন, মনি সরদার, রবিউল সহ ৭/৮ জন মেম্বর আজিজুর রহমানকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম এবং শ্বাস রােধ করে হত্যার চেষ্টা করে। এসময় তারা নগদ ৫২হাজার টাকা, স্বর্ণের চেইন ও আংটি মূল্য ১ লক্ষ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্বাক্ষীরা ঘটনাস্থলে পৌঁছালে জীবন নাশের হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়। মেম্বর আজিজুরকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ