যশোর আমিরে জামায়াতের জনসভা সফলের লক্ষ্যে আলাদিপুর বাজারে গণসংযোগ ও মিছিল

মোঃ মুরাদ হোসেন ,  যশোর প্রতিনিধি: যশোর বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের আলাদিপুর বাজারে সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় যশোর ঈদগাহ ময়দানে আমিরে জামায়াতের নির্বাচনী জনসভার সফল করার লক্ষ্যে বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও মিছিল করে।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু মুসার নেতৃত্বে ন‍্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের অঙ্গিকার বাস্তবায়নে আশ্বস্ত করে সকলকে দাঁড়িপাল্লার প্রতীকে জয়যুক্ত করার আহ্বান জানান। ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আলীর সাথে এ সময় উপস্থিত ছিলেন অসাধারণ সম্পাদক মামুন হোসেন, আবু তালেব মোল্লা। গণসংযোগ শেষে আলাদিপুর বাজারে মিছিল করে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ