মোঃ ফিরোজ হোসাইন,রাজশাহী ব্যুরো: নওগাঁর রাণীনগর মেড়িয়া গ্রামের পু্র্ব দিকে পাকা রাস্তার পার্শে একটি পুকুরে ভাসমান মাছ বহনের প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে অনুমান ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, সমবার উপজেলার মেড়িয়া গ্রামের স্হানীয় জনসাধারণরা পুকুরের মধ্যে প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে দুই পা দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়৷
এর পর দুপুর নাগাদ ড্রামের ভিতর থেকে পুলিশ লাসটি উদ্ধার করে৷ ওসি বলেন প্রায় ৩০ বছর বয়সী এই লাশের মাথা সহ শরিলের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়৷ এছাড়া কমড়ে রশি বাধা ছিলো৷
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷
লাশের পরিচয় মিলেনি ।প্রাথমিক ভাবে ধারণা করেন হযতো অন্য কোথাও হত্যা করে ড্রামে ভোরে এখানে ফেলে চলে যায়৷ এঘটনায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে ৷