কয়রায় সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় '’যশ’’ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি :আসছে ঘূর্ণিঝড় 'যশ'; মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে কয়রা সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের  দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যরা । ২৩ মে  রবিবার  বিকাল ৫টয় কয়রা সদর ইউনিয়নের পল্লিমঙ্গল বাজারে এই জরুরী সভা অনুষ্ঠিত  হয়।  সভায় প্রধান অতীথি  হিসাবে  উপস্থিত ছিলন  ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও  দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির ওয়ার্ড সভাপতি এস,এম লুৎফর রহমান,  আরো উপস্থিত ছিলেন  মোহাঃ  আমিরুল ইসলাম জাতীয় শ্রমিক লীগ কয়রা সদর ইউনিয়ন, ও ওয়ার্ড  দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

সভায় প্রধান অতিথীর বক্তব্য ইউপি সদস্য এস,এম,লুৎাফার রহমান বলেন বাংলাদেশর উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে শক্তিশালী  ঘূর্ণিঝড়  ''যশ'' আঘাত হানতে পারে তাই সকলকে  সতর্ক থেকে  নিরপদ স্থানে থাকতে বলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ