মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়া ১৭ই মে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হযয়ছে। লোহাগড়া জয়পুর জামরুলতলা আওয়ামী লীগ অফিসে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন আলার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক নড়াইল ২ আসনের সংসদ সদস্য এবং নড়াইলের রূপকার জনাব মাশরাফি বিন মর্তুজা। ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বনি আমিন, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল করিম মুন, সাজ্জাদ হোসেন মুন্না, শেখ শিহানুক রহমান, ফয়েজুল হক রোম সহ সকল আওয়ামী লীগ কৃষক লীগ যুবলীগ ছাত্রলীগ, এসময় তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।