তালহীনার বেতালে : মোঃ সুজন মাহামুদ খান

তালহীনার বেতালে
আজ আমি মাতাল ,
দুটি তুমার দৃষ্টি
আমাদের মাঝে ঝড়াক
         ভালবাসার বৃষ্টি ।
তুমার ঐ আনমনা মুখ
আমি না দেখে পাইনা সুখ,
প্রেম ভালবাসা হোক
সবার মাঝে শান্তি প্রিয়।
     ভালবাসি তুমার ঐ
মায়া ভরা কন্ঠ খানি।
ভালবেসে লাইলি মজনু
প্রেম বিরহে একা হয়,
তাই ভেবে
ব্যাথা লাগে আমার ভালবাসার হৃদয়ে।
ব্যাথা পেয়ে যদি হয় একা 
তবু থাকবে আমার তুমার ভালবাসা,
নিত্য দুপুর তুমায় ভালবেসে
  আমার মনে সাজে
ভালবাসা ময় ভাল লাগা সময়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ