আশাশুনি প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

আহসান উল্লাহ বাবলু  আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি:আশাশুনিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের আয়োজনে পৃথক পৃথক ভাবে নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা,সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, কোষাধ্যক্ষ প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল,সদস্য গোলাম মোস্তফা,বাহবুল হাসনাইন, সোহরাব হোসেন, নূর আলম, মইনুল ইসলাম ফায়জুল কবীর প্রমুখ। অপর দিকে সোমবার বেলা ১২টায় আশাশুনি রিপোটার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে বিশ্বগনমাধ্যম দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও সহসভাপতি এমএম সাহেব আলী, সাধারন সম্পাদক আব্দুস সালাম বাচ্চু,যুগ্ম  সম্পাদক আনিছুর রহমান বাবলা ,দপ্তর সম্পাদক আহসান উল্লাহ বাবলু, প্রচার সম্পাদক বিএম আলাউদ্দীনসহ সদস্যবৃন্দ বক্তাগণ বলেন, প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে থাকে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে 'তথ্য জনগণের পণ্য'। ১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এ দিবসটি পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ