মোঃ রাকিবুল প্রতিনিধি : পোরশা নওগাঁ :উৎপাদনে দেশ সেরা নওগাঁ জেলার আম। এই নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্ভুক্ত 'ধানের উৎপাদন ছিল তা আস্তে আস্তে ছোট বড় বাগান তৈরী হয়েছে । বিলুপ্ত হচ্ছে আবাদি জমি ছাড়ে আমের বাগানে সবাই ঝুঁকছে।
সবাই ধান চাষ বাদ দিয়ে আম চাষে বিনিয়োগ করছে । উপজেলায় আম উৎপাদন হয় ' ১ লাখ ১৫ হাজার ১৯৯ টন । বছর বছর এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এই আম সংগ্রহ করে এবং দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন । এবং এই আম সংগ্রহ করে তা জেলায় প্রেরণ করেন । যেমনই এই আম উৎপাদন হচ্ছে ' সেই সাথে এই আমের সৌন্দর্যে মনকে রঙিন করে তোলে । এই যেন সোনালি ধানের পরে এক অনন্য মাধুর্য যা দেখলে প্রান জুড়ে যায়।