চাঁদ উঠেছে বিচিত্র কুমার শুক্রবার, মে ১৪, ২০২১ কোন মন্তব্য নেই কবিতা বিনোদন রাজশাহী সাহিত্য নীল আকাশে চাঁদ উঠেছে ঐ দেখো ভাই ঐ, খোকা-খুকি পটকা ফুটায়করে আনন্দে হৈচৈ। খুশির জোয়ার দিকেদিকে মনটা নাচে রাতে, খোকা হাসে খুকি হাসে বাঁকা চাঁদের সাথে। ফুল পাখিরা গান ধরেছে জ্বালাও ঘরে প্রদীপ, রমজানেরই রোজার শেষে কালকে খুশির ঈদ। সংবাদটি শেয়ার করুন Share Tweet