আফজাল হোসেন চাঁদ : ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা'র সহযোগিতায় এবং ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ নেতা সোহাগ পারভেজ'র উদ্যোগে ঝিকরগাছা পৌরসভার পারবাজারের, পারবাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, দুঃখী, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতারন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ নেতা সোহাগ পারভেজ সহ আর উপস্থিত ছিলেন, মাহাবুর রহমান,রাকিব মোস্তফা, হাসিবুলইসলাম,লিকু,দিপু,শাহীন,প্লাবন,রাজন,রেদুয়ানআ আরাফাত নাসির, আসিফ, আলামিন, কবিরুল, প্রান্ত, রুহুল আমিন, বাহারুল,তাজিম সহ আরো অনেকে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)