![]() |
ঝিকরগাছা সদর ইউনিয়নে ভিজিএফের অনুদান বিতরণের উদ্বোধন করেন এমপি নাসির উদ্দিন |
আফজাল হোসেন চাঁদ : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গরীব, অসহায় এবং দুস্থদের মাঝে ভিজিএফের (আর্থিক) অনুদান পাচ্ছেন ৬২০২ জনকে প্রদান করা হয়েছে। জনপ্রতি ৪৫০ টাকা হারে মঙ্গলবার (১১ মে) সকাল ১০ টায় ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন। এসময় ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা যুব উন্নয়ন ও ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ আবর আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান আমির হোসেন, প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।