মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকথর মোংলা সংবাদদাতা এইচ এম দুলাল এবং মাছরাঙা টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা জামাল পপলুসহ অসুস্থ সকল সাংবাদিকের আশু রোগমুক্তি কামনায় ২১ মে শুক্রবার সন্ধ্যায় মোংলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যা ৭টায় মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ কামরুজ্জামান জসিম, সাবেক সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক সাধারণ মোঃ হাসান গাজী, বর্তমান সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক নেতা মোঃ নূর আলম শেখ, মোঃ জসিম উদ্দিন, মনিরুল ইসলাম দুলু, মোঃ মনিরুজ্জামান, দিদারুল আলম বিজয় শফিকুল ইসলাম শান্ত, একরাম হোসেন প্রমূখ। দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন মোংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তৈয়বুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিক এইচ এম দুলাল এবং মোস্তফা জামাল পপলুসহ অসুস্থ সকল সাংবাদিকের আশু রোগমুক্তি কামনা এবং নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।