আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনি সদরের বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা বাচ্চু (৬৫) আর নেই । (ইন্নালিল্লাহি ---- রাজেউন)। শুক্রবার বিকাল ৫টায় রাস্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। আশাশুনি সদরের মৃত আলহাজ্ব আঃ রাজ্জাক গাজীর বড় পুত্র বীর মুক্তিযোদ্ধা এড: গোলাম গনি দুদুর বড়ভাই বীরমুক্তিযোদ্ধা গোলাম মাওলা বাচ্চু দীর্ঘদিন অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫.৩০ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাযা সাতক্ষীরায় বাড়ীতে অনুষ্ঠিত হয়। পরে আশাশুনি সদরের গ্রামের বাড়িতে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে চৌকস পুলিশ দল গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবি, হাজী, আলেম, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। তিনি সাব্রেজিস্ট্রী অফিসে দক্ষতার সাথে চাকুরী শেষ করে অবসর গ্রহন করেন। সকলের প্রিয় মানুষটি চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)