![]() |
শৈলকুপায় সেচ্ছাসেবী সংগঠন আস্থা এর পক্ষ থেকে ইফতার বিতরণ |
সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃসেচ্ছাসেবী সংগঠন আস্থা (ASTHA)র পক্ষ থেকে ঝিনাইদহের শৈলকুপার পদমদী,ফুলহরি,দুধসর, ভাটই বাজার, এতিম খানা ও বিভিন্ন বাজারে অসহায়, ছিন্নমুল ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরন করা হয়। আস্থা এর নির্বাহী পরিচালক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক মঙ্গলবার( ১১ মে) উপস্থিত থেকে, ঝড় বৃষ্টি তে ভিজে নিজে হাতে সবার হাতে এই ইফতার বিতরণ করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা, মেহেদি হাসান, হিরক মুসফিক সহ আস্থা এর সদস্য বৃন্দ।
এই সময় আস্থা সেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক ও সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা মোস্তাফিজুর মোস্তাক আমাদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও করোনা পরিস্থিতিতে আসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে বিভিন্ন সাহায্য মূলক ও সামাজিক কাজ করে চলছে সেচ্ছাসেবী সংগঠন আস্থা। তারই অংশ হিসাবে আজ বিভিন্ন জায়গা আসহায় ও ছিন্ন মুল মানুষের মাঝে ইফতার বিতর করা হয়।