![]() |
জয়পুরহাটে "গুফ নেইবারস বাংলাদেশ"র ত্রান বিতরন |
মোঃ আরিফুল ইসলাম অনিক জয়পুরহাট (পাঁচবিবি) উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার কালাই উপজেলার " গুড নেইবারস বাংলাদেশ "নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় ৪০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে।কালাই উপজেলায় সংগঠন টির নিজ অফিসে সামাজিক দুরত্ব বজায় রেখে মংগলবার ১১ ই মে বিকেলে ৪০০ অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেছে।
উন্নতমানের ১০ কেজি চাল,১ কেজি ডাল,১ লিটার সয়াবিন তেল,১ কেজি লবন,২ প্যাকেট সেমাই,আধা কেজি চিনি,২ টি গোসল করা সাবান ও আধা কেজি ডিটারজেন্ট পাউডার এর প্যাকেজ বিতরণ করা হয়।উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমানের উপস্থিতিতে সংগঠন টি এসব ত্রান সামগ্রী বিতরন করেছে। সংগঠনের এই ত্রান সামগ্রী পেয়ে খুব খুশি অসহায় পরিবারগুলো।