আশাশুনির আনুলিয়া ইউনিয়নে ভিজিএফ ও জি আর এর টাকা বিতরণ

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সমাজের অসহায়,হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের  ভিজিএফ এর চার শত পঞ্চাশ টাকা ও জি আর এর ৫০০ টাকা বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আনুলিয়া ইউনিয়ন পরিষদে এ টাকা বিতরণের উদ্বোধন করেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন। বিতরণ কালে ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন বলেন, আনুলিয়া ইউনিয়নে ৫০০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের বরাদ্দকৃত ৪৫০ টাকা এবং ইফতার সামগ্রী ক্রয় বাবদ ৫ শত পরিবারকে ৫০০ টাকা হারে বিতরনের কার্যক্রম শুরু করা হয়েছে। ঈদের আগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিতরণ কাজ সম্পন্ন করা হবে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শওকত হোসেন,জিয়াউল হক জিয়া,আলমগীর আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ