পথশিশুদের ঈদ আনন্দে পাশে দাঁড়ায় অ্যাস্থা অ্যাসোসিয়েশন


মোঃ ফিরোজ হোসাইন, রাজশাহী ব্যুরোঃ

নওগাঁর আত্রাইয়ে ছিন্নমুল পথ শিশুদের ঈদের আনন্দ ভাগ করলেন স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের হাত খরচের বাঁচানো টাকায় পরিচালিত সামাজিক সংগঠন আস্থা অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার সকালে উপজেলার গান্ধী আশ্রম(বঙ্গীয় রিলিফ কমিটি)প্রাঙ্গনে সত্তর ছিন্নমুল পথ শিশুর হাতে থ্রি পিচ ও গেঞ্জি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।
এসময় আত্রাই প্রেস ক্লাবের সভাপতি ও আস্থার উপদেষ্টা রুহুল আমীন, আস্থা অ্যাসোসিয়েশনের সভাপতি নাঈম হোসেন, সম্পাদক মাসুদ রানা, আনোয়ার হোসেন, কিরন হোসেন, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ বাকী,রাব্বি হোসেন, আবু বক্কর, আলামিন, ইমরান, প্রভাষক মোয়াজ্জেম হোসেন মিঠু, ডা: নিরাঞ্জন কুমার, আমানুল্লাহ ফারুক বাচ্চু উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ