মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের সিএনজিচালিত অটোরিকশা 'চালক' সমিতির ঈদ বোনাস বিরতণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭মে) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ঈদ বোনাস কার্যক্রমের উদ্বোধন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।
চালক সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম মাস্টারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবুল বশর, কোষাধ্যক্ষ আহছান উল্ল্যাহ, সদস্য রবিউল হোসেন, সদস্য বিপ্লব কুমার, সদস্য কামাল উদ্দীন, সদস্য আলমগীর হোসেন, সদস্য কামাল উদ্দীন, সদস্য শেখ রানা, সদস্য মিছির আহমেদ, সদস্য জাহাঙ্গীর, সদস্য নাজু প্রমুখ।এসময় সমিতির সদস্যদের সঞ্চয়কৃত অর্থ থেকে জন প্রতি ১৫শ টাকা করে প্রায় ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়।