সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে  নীলফামারীতে মানববন্ধন

মোঃ লাতিফুল আজম
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের দাবিতে নীলফামারী রিপোর্টার্স ইউনিটির ঐক্যের ডাকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নীলফামারী চৌরঙ্গীর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ঘটনার সুষ্টু ও নিরপেক্ষ তদন্ত এবং রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানান,সাংবাদিক নেতারা।প্রিন্ট- ইলেকট্রিক  মিডিয়ার সাংবাদিক নেতাসহ গণমাধ্যমকর্মীগণের অংশ গ্রহণে মানববন্ধন থেকে ঘটনার সাথে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী  জেবুন্নেছা বেগম ও কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। মিথ্যা অভিযোগ দিয়ে কলম যোদ্ধা রোজিনাকে পুলিশের কাছে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করা আরো নিন্দনীয়। স্বাস্থ্য বিভাগ তাদের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের তথ্য আড়াল করতে পরিকল্পিতভাবে পাতানো মামলায় তাকে ফাঁসিয়েছেন। তাকে ৫ ঘণ্টা আটকে রেখে বিভিন্নভাবে হেনস্তা করা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এ বর্বরতা গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল।এসময় উপস্থিত ছিলেন, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি নূরে-আলম সিদ্দিকী দুলাল, সাধারণ সম্পাদক আল-আমিনসহ জেলা-উপজেলা পর্যায়ের অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,উপজেলা প্রতিনিধি লাতিফুল আজম, ইবনে সাঈদ অঙ্কুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ