বিশেষ প্রতিবেদন: সেক্স ও যৌনতা মানুষের সহজাত প্রবৃত্তি।তবে আমাদের সমাজে মেয়েদের সেক্স সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে।তারা এটাকে খারাপ মনে করেন। কৈশোরে পা দিয়ে একটা কিশোরীর জীবনে আসে নানা ধরনের শারীরিক পরিবর্তন। এসময় তার মাসিক,ও রজস্রাব ঘটে। স্তন গ্রন্থি বড় হতে থাকে। দেহের বিভিন্ন অংশে লোম গজায়। এতে ভীত হবার কিছুই নেই।
আজকের কিশোরী আগামীর মা।তাই তাদের সঠিক যৌনতা জানা দরকার।তা না হলে তাদের ধারণা রয়ে যাবে এটা খারাপ।