ঘর বন্দী আবদুল্লাহ আল মোমিন

  ঘর বন্দী 
    আবদুল্লাহ আল মোমিন  

পৃথিবী থমকে দাঁড়ালো 
সমূহকূল নিশ্বাস নেওয়া শক্তি হারালো।

নেই কোনো কোলাহল পরিবেশ 
নেই কোনো পাখিদের আনাগোনা 
নেই কোনো পথচারীদের আড্ডা 
চলছে প্রাকৃতিক নিয়মে 
সব কিছু রয়েছে আতঙ্কে

পৃথিবী আজ নিঃশব্দ 
কালোছায়া ভয়ে উঠানে আবদ্ধ। 

কোথায় ক্ষমতাশালীরা? 
কোথায় অহংকারীরা?  
কোথায় প্রভাবশালীদের বৃত্ত?  
 কোথায় আনন্দের ফানুস?  
দিন শেষে আমরা সবাই ঘরবন্দী মানুষ

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ