গোপালগঞ্জে একই গ্রামে ৪৫ জন করোনা পজেটিভ সনাক্ত

শান্তনু রায়, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের,তেলিভিটা গ্রামে ৪৫ জন করোণা পজিটিভ শনাক্ত।তেলিভিটা গ্রামটিকে বিশেষ লকডাউনের  আওতায় আনা হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরকার জানান, তেলিভিটা গ্রামের মোটর গ্যারেজ ব্যবসায়ী বিভাষ কীর্তনীয়া করোনার উপসর্গ ঠান্ডাও জ্বর নিয়ে গত রোববার মারা যান। এর জের ধরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলে তারা স্বাস্থ্য বিভাগকে জানায়। 

পরে ওই গ্রামের ৯১ জনের নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের করোণা পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। গত বুধবার (২৬ মে ) এর মধ্য ২৩ জনের করোনা পজেটিভ আসে পরে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।দ্বিতীয় পর্যায়ে আজ বৃহস্পতিবার নতুন করে আরো ২০ জন করোনা পজেটিভ সনাক্ত। এ নিয়ে গ্রামটিতে মোট পজিটিভ ৪৫ জন সনাক্ত। 

এ বিষয়ে বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান বাবু সুকান্ত বিশ্বাস বলেন,  (২৬ মে) বুধবার সকাল থেকেই গ্রামটিকে লকডাউন এর আওতায় আনা হয়েছে এছাড়াও  বৌলতলী, সাহাপুর,সাতপাড় এই তিনটি ইউনিয়নকে রেড জোন বিবেচনা করে লকডাউন ঘোষণা করা হয়েছে। উক্ত ইউনিয়ন গুলোর সমস্ত হাট-বাজার,খেয়া, জরুরী পরিসেবা ব্যতীত বন্ধ থাকবে। জরুরী ব্যাতিত কেউ বাইরে বের হবে না। মাস্ক পরিধান সহ সকল ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ