নওগাঁয় চালক বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৩ বছরের ছেলে জোবায়ের

রহমতউল্লাহ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় চালক বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে জোবায়ের হোসেন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ ই-মে  রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের বাদ দোঁয়াশ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত -জোবায়ের হোসেন (৩) সাপাহার তিলনা দোয়াশ গ্রামের  নুর হোসেন ছেলে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এলাকা বাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দোঁয়াশ গ্রামে মো. নুর হোসেন জনৈক আমজাদ হোসেনের আমবাগানে ট্রলি রাখতে যান। পথে আশরাফের বাড়ির সামনে বাবার ট্রলিতে বসে যাওয়ার সময় অসাবধানতাবশত চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় জোবায়ের হোসেন।

সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান  বলেন, শিশুটির মরদেহ সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ