আশাশুনিতে করোনায় আক্রান্ত ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

আশাশুনিতে করোনায় আক্রান্ত ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

আহসান  উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধিঃ আশাশুনিতে করোনা ভাইরাসে আক্রান্ত ক্ষতিগ্রস্থদের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে উপহারের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। উপজেলায় প্রথম ধাপে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১১টি ইউনিয়নের ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে ৩ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান,ইউপি চেয়ারম্যান আবু হেনা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ