বিবাহ অনুষ্ঠানে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হুদা মালী গাবুরা শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা হরিশখালী গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 
(ইন্না-লিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন) শুক্রবার (২১ মে) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা এলাকায় এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা চাচাতো দুই বোন।পানিতে ডুবে নিহত শিশুরা হলেন, গাবুরা ৯নং সোরা  ওয়ার্ডের হরিশখালী গ্রামের মনিরুল গাজীর মেয়ে মুন্নী খাতুন (৪) ও শরিফুল ইসলামের মেয়ে জীম (৫)।তারা ব্রতী সংস্থার ৯নং সোরা প‌শ্চিমপাড়া যখন‌ যেখা‌নে না‌মের পাঠশালা‌তে শিশু শ্রেণীতে পড়‌তো।

স্থানীয় আলহাজ্ব মুনছুর মালী জানান,পদ্মপুকুর পাখিমারা গ্রামে সাইফুল গাজীর ছেলে সবুজ তাদের আত্মীয় হন। চাচা সবুজের বিবাহ অনুষ্ঠানে জান দুই পরিবারসহ। বিবাহ গোসল করার সময় দুই বোন একত্রে নিখোঁজ হয়ে পড়ে।বহু খোজাখুজি করে পুকুরে জুতা ভাসতে দেখা যায়।সেখানে বাড়ির পাশের একটি পুকুরে মুন্নী ও জীম দুজনকে পুকুরে খুঁজেপান স্বজনেরা।পুকুর হতে গুরত্বর অসুস্থ্য অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম দুই শিশুকে মৃত ঘোষণা করেন। শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।গাবুরা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব জি.এম মাছুদুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।এই ঘটনায় তাদের অকাল মৃত্যুতে দুইটি পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্ধ্যার পরে শিশু দুইটির লাশ দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ