বসন্তের প্রকৃতি আল মামুন মঙ্গলবার, মে ২৫, ২০২১ কোন মন্তব্য নেই কবিতা বিনোদন শিক্ষা সাহিত্য চার দিকে মৃদু হাওয়া গাছে গাছে ফুটছে ফুল।কোকিল ডাকে বন ভাদাড়েমন প্রাণ করে আকুল।মুকুল এসেছে শাখায় শাখায় পুষ্পের সুবাসে জুড়ায় হৃদয় দল বেধে ছুটে পাখিনীড়ে ফেরার নেই ভয়।বসন্তের ছোয়ায় মৌমাছিরা করছে গুনগুন কলরব।মুখরিত এই মনসুন্দর সাবলীল সব। সংবাদটি শেয়ার করুন Share Tweet