বসন্তের প্রকৃতি আল মামুন

 চার দিকে মৃদু হাওয়া গাছে গাছে ফুটছে ফুল।
কোকিল ডাকে বন ভাদাড়ে
মন প্রাণ করে আকুল।

মুকুল এসেছে শাখায় শাখায় 
পুষ্পের সুবাসে জুড়ায় হৃদয় 
দল বেধে ছুটে পাখি
নীড়ে ফেরার নেই ভয়।


বসন্তের ছোয়ায় মৌমাছিরা
 করছে গুনগুন কলরব।
মুখরিত এই মন
সুন্দর সাবলীল সব।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ