নড়াইলে ১কেজি ৬০০গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী সেতু আটক

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতি গ্রামের জিন্নাত শেখের বাড়ির পাশ থেকে গাজা সহ নড়াইল ডিবি পুলিশ আটক করেছে সেরগুল ইসলাম সেতুকে।পুলিশ সুত্র জানাযায় নড়াইল পুলিশ সুপার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ১৭ মে দুপুরে এস,আই, দেবব্রত চিন্তা পাত্র ও এএসআই সেলিমুজ্জামানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ নিয়ে ভাটগাতি গ্রামের জিন্নাত শেখের বাড়ির পাশে অভিযান চালিয়ে বুড়িখালী গ্রামের মিজান মোল্যার ছেলে সেরগুল ইসলাম সেতু –(৩৬) কে ০১ কেজি ছয় শত গ্রাম গাজা সহ হাতে নাতে আটক করেন। আরো জানা যায় সেতু দীর্ঘ দিন ধরে মাদক ব্যাবসায় জড়িত । এলাকায় তার একটি বড় মাদক ব্যাবসায়ের সিন্ডিকেট আছে। সে রাজমিস্তির লেবাজ ধরে অতি সংগোপনে মাদক ব্যাবসা চালাত। এলাকায় সেরগুল গাজা রাজা হিসাবে পরিচিত। পুলিশ আরও জানান দীর্ঘ দিন ধরে সেরগুল মাদক ব্যাবসা করে আসছিল। 
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আসিকুর রহমানের সংগে কথা হলে তিনি ঘটনা সত্যতা স্বীকার করে বলেন সেরগুল ইসলাম সেতুর নামে লোহাগড়া থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন। আইনের সকল কার্যক্রম শেষ করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ