নগরকান্দাতে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পূর্ব নির্ধারিত ঘোষনায় নগরকান্দার সকল স্তরের গনমাধ্যম কর্মীর উদ্যোগে, সচিবালয়ে পেশাগত দায়িত্ব
 পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় প্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে দেশের বিভিন্ন জেলা উপজেলার কর্মরত সাংবাদিকেরা প্রতিবাদ করে আসছে। তার-ই ধারাবাহিকতায় আজ ও বৃহস্পতিবার সকাল ১১টায়  নগরকান্দা প্রেসক্লাবের সামনে  প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল করেন সাংবাদিক নেতারা সহ সকল সাংবাদিকগন। নেতারা বক্তব্যে  সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন হে আমরা তথ্য চোর আমাদেরকে ও  গ্রেপ্তার করা হউক, অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচিতে সমাবেশে বক্তারা আরো বলেন, প্রশাসনযন্ত্রের সর্বোচ্চ স্থান হলো সচিবালয়। সেখানে একজন জ্যেষ্ঠ নারী সাংবাদিককে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা নজিরবিহীন ও ন্যক্কারজনক। প্রশাসনের গুটিকয়েক দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করায় রোজিনা ইসলাম যে হেনস্তার শিকার হয়েছেন, তাতে তাঁর তৈরি করা অনুসন্ধানী প্রতিবেদনগুলো যে সঠিক ছিল, সেটিই প্রমাণিত হয়েছে। তাঁরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই দুর্নীতির খবর প্রকাশ করে সাংবাদিক রোজিনা এ দেশের জনগণের উপকার করেছেন। সচিবালয়ের মতো একটি জায়গায় একজন সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহারের কারণে এ দেশের মানুষ উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই চিত্রই দেখা যাচ্ছে। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। গণমানুষের দাবীর যথার্থতা পরীক্ষা নিয়েন না তাতে সুবিধা চেয়ে অসুবিধারই সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ