বন্ধ হচ্ছে না পাবজি ও ফ্রী ফায়ার গেম দুটি

মোঃ ফজলুর রহমানঃ পাবজি ও ফ্রী ফায়ার গেম দুটি নিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে কয়েকদিন ধরে ব্যাপক ভাবে সমালোচনার ঝড় উঠলেও কোনভাবে বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার, বিষয়টি বললেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার,
 তিনি আরো বলেন পাবজি ও ফ্রি ফায়ার গেম দুটি, বন্ধের ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা ব্যাপক বিস্তার লাভ করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা ও গুজব গেম দুটি বন্দর ব্যাপারে সরকারি ভাবে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি, তিনি আরো বলেন তাছাড়া গেম দুটি বন্ধ করা টা তো সমাধান না আপনি ইচ্ছা করলে তাকে গাইড করতে পারেন আপনি তাকে মোটিভেট করতে পারেন পাবজি বন্ধ করে দিব, বিপিএম দিয়ে কাজ চালাবে ঐ টা থ্যাকাবেন কি দিয়া, এ ব্যাপারে শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, শিশু-কিশোরদের মানসিক সমস্যা তৈরী করছে এই আসক্ত পাবজি ও ফ্রি ফায়ার গেম, ছোট ছোট শিশু কিশোররা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না তাদের মেন্টাল ও ফিজিক্যাল হেলথ ডিস্টার্ব হয় যার ফলে তারা হতে পারে নানান সমস্যার সম্মুখীন এদিকে অভিভাবক দের মতে,দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশু-কিশোর কিশোরীরা আসক্ত হচ্ছে পাবজি ও ফ্রি ফায়ার গেম এর প্রতি, বাচ্চাদের কোনরকম সরিয়ে আনা যাচ্ছে না এই পথ থেকে,  তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কিছুটা সরে আসতে পারে এ ধরনের গেম খেলা থেকে তাই অভিভাবকরা চেয়ে আছে  শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষায়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ