মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের ছোটআংটিহারা এলাকায় শাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে তৌহিদুল্যাহ (১৯) নামের ১ কিশোরের মুত্যু হয়েছে। সে ঘড়িলাল গ্রামের তৈয়বর মোল্যার পুত্র। জানা গেছে, গতকাল দপুর সাড়ে ১২ টার দিকে তৌহিদুল্যাহ তার পিতার সাথে শাকবাড়িয়া নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরা অবস্থায় সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে সে মারা যায়। তার অকাল মুত্যুতে এলাকায় সাধারন মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিন বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কবি জিএম শামছুর রহমান তার মত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
