নগরকান্দা প্রতিনিধিঃ মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ভূমিহীন পরিবারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘর পাচ্ছেন ১১০ টি ভূমিহীন পরিবার। আজ রবিবার (২০/৬/২০২১ইং)সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অসহায় হতদরিদ্র পরিবারের১১০ মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এ,ডি, সি (রাজস্ব) তাসছিমা আলী ,উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জে তি প্রু, সহকারী কমিশনার (ভুমি)আহসান মাহমুদ রাসেল, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির,আর ডি ও তাপশ শাঁখারী সহ উপজেলা প্রশাসনের অফিসার বৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জে তি প্রু জানান, দুই শতাংশ জমির উপর টেকসই উন্নত দুই কক্ষ বিশিষ্ট,ও বাথরুম, রান্নাঘর সহ ৩৪০ বর্গফুট আয়তনের ঘরগুলো নির্মাণ করা হয়েছে।প্রতি ৫ পরিবারের জন্য একটি করে সাবমার্সিবল পাম্প ও বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এ উপহারে ভুমিহীন গৃহহীন নিঃস্ব অসহায় ভুমিহীন গৃহহীনদের মুখে হাসি ফিরিয়েছেন।
