নওগাঁর আত্রাইয়ে কালভার্ট এর দৃশ্য |
পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০ দরিদ্র পরিবারের মাঝে লিডার্স এর দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ
শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি: অদ্য ১৯ অক্টোবর ২০২৪, শনিবার সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- ONG এর সহযোগিতায় "Emergency WASH Response to Cyclone Remal Affected People in Paikgacha Upazilla of Khulna District" প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়নে ১০০ দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুকুমার কবিরাজ, প্যানেল চেয়ারম্যান, দেলুটি ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, পবিত্র কুমার সরদার, রিংকু রায়, পলাশ কুমার রায়। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর দেবব্রত কুমার গাইন, প্রকল্প সমন্বয়কারী, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন ও আবুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ১০০ দরিদ্র পরিবারের মাঝে লিডার্স যে দূর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করেছে তা প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং রোগমুক্ত থাকবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলার লস্কর, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সর্বমোট ২৫০ দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হবে।
আত্রাইয়ে দেবে গেছে পাকা সড়ক,কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের
কয়রায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা প্রদান
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান (মিজান),কয়রা সদর ইউনিয়নের আমির মোঃ মিজানুর রহমান,ওয়ার্ড সভাপতি আব্দুর সাত্তার, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, প্রমূখ। উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান বলেন,আমরা গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত খয়রুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই শিশু সন্তান ও পরিবারে ঈদ সামগ্রী কিনতে অর্থ সহায়তা করেছি।তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সমাজের বিত্তবানদের এতিম শিশুদের সহযোগিতা করতে অনুরোধ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়,গত ৮ এপ্রিল সোমবার সকাল ৭ টার দিকে মোটরসাইকেল যোগে কয়রা থেকে খুলনায় যাওয়ার পথে পাইকগাছা উপজেলার মৌখালি বাজারে পৌছালে তরমুজ বাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ হস্তান্তর করলে বিকাল ৪ ঘটিকায় জানাযা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
ঝিকরগাছার নাভারণ হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে পালন
নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে ও নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই সিদ্ধার্থ সাহার সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, আইডিবিএস'র সহ সভাপতি এবিএম নুর আলম, যশোর জেলা ট্রাক, ট্র্যাংকললি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, নাভারণ হাইওয়ে থানা পুলিশের এসআই (নিঃ) মফিজুল ইসলাম, নাভারন ইউনিয়নের ইউপি সদস্য সোহরাব হোসেন, আতিয়ার রহমান, মুজিবুর রহমান, আশরাফুল ইসলাম বাবুল, ইদ্রিস আলী, শাজাহান কবীর, আশরাফুল আলম, বাবলুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান রাজসহ আরও অনেকে।