ডাকসু ভিপি পদে চমক দেখাতে পারেন তাহমিনা আক্তার

ক্যাম্পাস প্রতিনিধিআগামীকাল  সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুনির্বাচন ভাইস।প্রেসিডেন্ট (ভিপিপদে এবার শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাহমিনা আক্তারবিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থী তাহমিনাতার ঘোষিত সাত দফা ইশতিহারে ছাত্র-ছাত্রীদের কল্যাণদলীয় আধিপত্যমুক্ত ক্যাম্পাসপরীক্ষা ফি বাতিল এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য ছাত্র সংসদ তহবিলের দুই-তৃতীয়াংশ বরাদ্দের মতো দাবিগুলো গুরুত্ব পেয়েছে এছাড়া কোটা প্রথা বাতিলআবাসিক হল  শিক্ষক সংখ্যা বৃদ্ধি এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাও তার মূল প্রতিশ্রুতির মধ্যে রয়েছেতাহমিনা আক্তার বলেন, "জীবিত হলে মানবসত্তাজীবিত হবে মানবজীবনজীবিত হলে মানবতার রাজনীতিজীবিত হবে মানবতা"শিক্ষার্থীদের মধ্যে অনেকেই মনে করছেনসুষ্ঠু নির্বাচন হলে তাহমিনা আক্তার ডাকসুর ভিপি পদে বড় চমক দেখাতে পারেন

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ