মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা-১১ টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার মোট ১১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানের আয়োজন করে ভাটিবাংলা নাগরিক ফোরাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব কাজী এমদাদুল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
